ঈশ্বরই আমার একমাত্র লক্ষ্য

কৃষ্ণচন্দ্র মজুমদার

যেই ফুল নিরন্তর                 মম মন মধুকর
মধুপানে উতসুক হৃদয়;
ফুল্ল যেই সর্বক্ষণে                 সময়ের বিবর্তনে
পরিম্লান কভু নাহি হয়।
সেই ধন অন্বেষণে                 ভ্রমি আমি বনে বনে
সজল নঢনে অনুক্ষণ;
সম্বন্ধ বন্ধন যার                 বদ্ধ রহে অনিবার,
নাহি ঘুচে হলেও নিধন।
সেই সুখময় পথে                 চড়িয়া মানসরথে
নিয়ত হতেছি অগ্রসর;
যার প্রান্তে সুনিশ্চিত                 সর্বক্ষণ বিরাজিত
নিত্য সুখধাম মনোহর।
সেই প্রেম সিন্ধুজলে                 আত্মমন কুতূহলে
সত্য সত্য করছি মগন,
সদা সেই স্থির রয়                 বিচ্ছেদ তরঙ্গ ভয়
যার মাঝে নাহি কদাচন।
সেই সর্ব বরণীয়                 ত্রিজগত স্মরণীয়
সম্রাটের আমি হে কিঙ্কর।
যাহার চরণতলে                 নিখিল নৃপতিদলে
নোয়ায় মুকুট নিরন্তর।

No comments:

Post a Comment