Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

ঈশ্বরই আমার একমাত্র লক্ষ্য

কৃষ্ণচন্দ্র মজুমদার

যেই ফুল নিরন্তর                 মম মন মধুকর
মধুপানে উতসুক হৃদয়;
ফুল্ল যেই সর্বক্ষণে                 সময়ের বিবর্তনে
পরিম্লান কভু নাহি হয়।
সেই ধন অন্বেষণে                 ভ্রমি আমি বনে বনে
সজল নঢনে অনুক্ষণ;
সম্বন্ধ বন্ধন যার                 বদ্ধ রহে অনিবার,
নাহি ঘুচে হলেও নিধন।
সেই সুখময় পথে                 চড়িয়া মানসরথে
নিয়ত হতেছি অগ্রসর;
যার প্রান্তে সুনিশ্চিত                 সর্বক্ষণ বিরাজিত
নিত্য সুখধাম মনোহর।
সেই প্রেম সিন্ধুজলে                 আত্মমন কুতূহলে
সত্য সত্য করছি মগন,
সদা সেই স্থির রয়                 বিচ্ছেদ তরঙ্গ ভয়
যার মাঝে নাহি কদাচন।
সেই সর্ব বরণীয়                 ত্রিজগত স্মরণীয়
সম্রাটের আমি হে কিঙ্কর।
যাহার চরণতলে                 নিখিল নৃপতিদলে
নোয়ায় মুকুট নিরন্তর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মাইকেল মধুসূদন দত্ত

বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু !– উজ্জল জগতে
হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।
কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে,
যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,
সেই জানে কত গুণ ধরে কত মতে
গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে !

দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।
যোগায় অমৃত ফল পরম আদরে
দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি।
পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে,
দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী,
নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।

ঈশ্বর

কাজী নজরুল ইসলাম

কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।