বিনা প্রয়োজন রম্য উপবন,
কন্টক-কানন প্রায়;
পুষ্প বিরচণ কোমল শয়ন,
তৃণশয্যা তুলনায়।
সুভক্ষ্য নিচয় বিষময় হয়,
লুকায় সুতার তার;
নিরখি নয়নে দিবস তখনে
তমঃপূর্ণ ত্রিসংসার।
কিন্তু যে সময়, প্রিয় সঙ্গে রয়,
বন উপবন হয়।
দুর্বাদলচয় সুখ-শয্যা হয়,
পুষ্পশয্যা তুল্য নয়;
পর্ণ-বিরচিত উটজ নিশ্চিত
সৌধসম শোভা ধরে;
তিক্ত ফলচয় হয় সুধাময়
অহো কি তৃপ্তি বিতরে!
ঘোর তমস্বিনী সে অমা-যামিনী
সেই পৌর্ণমাসী হয়;
দুঃখ ঘটো যায় সুখবোধ তায়,
অসুখ লেশ না রয়।
No comments:
Post a Comment