আজ নয় কাল

টিপু কিবরিয়া

ও পাড়ায় বাস করে হারাধন পাল,
কথায় কথায় বলে, “আজ নয় কাল।”
চায় যদি বাড়ীঅলা তার কাছে ভাড়া---
“আজ নয় কাল দেবো, এত কোন তাড়া?”
বউ যদি মার্কেটে যেতে বলে তাকে---
“আজ নয় কাল যাবো কোনো এক ফাঁকে।”
ছেলে ধরে আবদার---“চায়নিজ খাবো”
“ধুত্তুরি, আজ নয় কাল নিয়ে যাবো।”

একদিন জ্বরে পড়ে কাবু হলো হারা,
“ডাক্তার ডাকো”---বলে মাতালো সে পাড়া।
সবাই জবাব দিল ঝেড়ে খুব ঝাল
“ডাক্তার ডেকে দেবো আজ নয় কাল।”
হারার মাথায় পড়ে বিনা মেঘে বাজ
সেই থেকে বলে হারা “কাল নয় আজ।”

No comments:

Post a Comment