Showing posts with label টিপু কিবরিয়া. Show all posts
Showing posts with label টিপু কিবরিয়া. Show all posts

আজ নয় কাল

টিপু কিবরিয়া

ও পাড়ায় বাস করে হারাধন পাল,
কথায় কথায় বলে, “আজ নয় কাল।”
চায় যদি বাড়ীঅলা তার কাছে ভাড়া---
“আজ নয় কাল দেবো, এত কোন তাড়া?”
বউ যদি মার্কেটে যেতে বলে তাকে---
“আজ নয় কাল যাবো কোনো এক ফাঁকে।”
ছেলে ধরে আবদার---“চায়নিজ খাবো”
“ধুত্তুরি, আজ নয় কাল নিয়ে যাবো।”

একদিন জ্বরে পড়ে কাবু হলো হারা,
“ডাক্তার ডাকো”---বলে মাতালো সে পাড়া।
সবাই জবাব দিল ঝেড়ে খুব ঝাল
“ডাক্তার ডেকে দেবো আজ নয় কাল।”
হারার মাথায় পড়ে বিনা মেঘে বাজ
সেই থেকে বলে হারা “কাল নয় আজ।”

প্রশ্ন

টিপু কিবরিয়া

বুবু আমায় চিনলে?
আমি যুদ্ধে গিয়ে নিখোঁজ হওয়া তোর আদরের ভাই
বুক ভাসিয়ে কেদেঁছিলি যুদ্ধে গিয়ে সেই যে নিখোঁজ হয়ে ছিলাম তাই।
এখনও মা আচঁলে কি দুচোখ মোছেঁন?
নিজের ঘরে চুপটি মাঝে মাঝে।
দরজাটাকে রাখিস খোলা
তুই এখনও আমার আশাই সকাল দুপুর সাজে।
ছোট্ট জুয়েল এত দিনে হল বুঝি আগের চেয়ে অনেক অনেক বড়।
এখন ও তেলাপোকা দেখলে ভয়ে আগের মত হয় কি জড়সড়।
টুম্পা মনি আমার কাছে, ধরত যে সব বায়না,
সে সব মেটায় এখন কে?
এখনও কি না পেলে টিপ, চুলের ফিতা,
মুখ ফুলিয়ে বসে থাকে সে।
এখনও কি আমার ছবি দেখতে দেখতে,
বাবা ভাসেন দুটো চোখের জলে, এসব কথা বলে।
আমার ভীষন ইচ্ছে করে, তোদের কাছে যাই ছুটে যায় পাখি হয়ে উড়ে।
কিন্তু তাই কি হয় পাগলি,
তোদের থেকে আমি যে আজ অনেক অনেক দুরে।