অনঙ্গমোহিনী দেবী
তোমারে আমি রেখেছি বুকে
সুখের তরে নয়,
তোমারে আমি পেয়েছি দুখে
দুখেরে করি জয়!
আকাশ ছেপে তোমার প্রীতি
বাতাস সম আসে
শীতলি’ মম চিত্ত নিতি
বিচরে প্রাণ-বাসে!
আসে গো সুখ, দুঃখ দলি
চাহিনে আমি তারে ;
বিকাশে নব প্রীতির কলি
সুরভি মধ্য-ভারে।
এ দেহ প্রাণ, তোমার কাছে
দিয়াছি সঁপে আমি,
আমার গানে জড়ায়ে আছে
তোমার সুর স্বামী!
এপারে কভু পাবনা আমি!
যেদিন মম সাঁঝে---
ওপারে যাব, জীবন স্বামী!
উদিবে হৃদিমাঝে।
দোঁহের প্রীতি-অভিজ্ঞানে
চিনিব দোঁহে ত্বরা,
তৃপ্ত মোরা হইব, পানে
অমৃত চিত-ভরা!
সুখের তরে নয়,
তোমারে আমি পেয়েছি দুখে
দুখেরে করি জয়!
আকাশ ছেপে তোমার প্রীতি
বাতাস সম আসে
শীতলি’ মম চিত্ত নিতি
বিচরে প্রাণ-বাসে!
আসে গো সুখ, দুঃখ দলি
চাহিনে আমি তারে ;
বিকাশে নব প্রীতির কলি
সুরভি মধ্য-ভারে।
এ দেহ প্রাণ, তোমার কাছে
দিয়াছি সঁপে আমি,
আমার গানে জড়ায়ে আছে
তোমার সুর স্বামী!
এপারে কভু পাবনা আমি!
যেদিন মম সাঁঝে---
ওপারে যাব, জীবন স্বামী!
উদিবে হৃদিমাঝে।
দোঁহের প্রীতি-অভিজ্ঞানে
চিনিব দোঁহে ত্বরা,
তৃপ্ত মোরা হইব, পানে
অমৃত চিত-ভরা!
No comments:
Post a Comment