মরণ

অনঙ্গমোহিনী দেবী

["প্রীতি" কাব্য, ১৯১০, থেকে নেওয়া]

এস ওগো, এস এস আমার মরণ!
এস হো সুন্দর সৌম্য, সুনীল বরণ!
বাজিয়া উঠিছে শঙ্খ সন্ধ্যার আরতি!
তুমি এস হৃদিতলে মন্দগতি।
শ্যামস্নিগ্ধ গোধূলিতে করিব বরণ,
এস সখা, বরবেশে মন্থর-চরণ।
আমরা দু’জন যাত্রী অনন্ত পথের,
বাজিছে অধীরে ভেরী তোমার রথের।
হৃদি-অন্তঃপুর হতে পরাণ-বধূরে
অলক্ষ্যে লইয়া যাও অনন্ত সুদূরে!
দেখিবে না, জানিবে না, কেহ কভু আর
পাবে না উদ্দেশ খুঁজি এ জগতে তার!
ফুটিয়া উঠিছে তারা রঙীন আকাশে,
পতাকা চঞ্চল তব সন্ধ্যার বাতাসে।
শিথিলিত হয়ে আসে জীবন-বন্ধন---
নিমীলিত হয়ে আসে অবস নয়ন!

No comments:

Post a Comment