Showing posts with label একটি সন্ধ্যা. Show all posts
Showing posts with label একটি সন্ধ্যা. Show all posts

একটি সন্ধ্যা

অশোকবিজয় রাহা

বেতারে কার সেতার বাজে, বাঙলা খবর শেষ
শুনে শুনে পথ দিয়ে যাই, মনে সুরের রেশ,
মফস্বলের শহরতলি খানিকটা বন-ঘেঁষা,
ঝোপে ঝাড়ে সন্ধ্যা নামে বুনো গন্ধে মেশা,
বাঁকের মোড়েই হঠাৎ আসে রাঙা মাটির টিলা
ওর পিছনে উঁকি মারে পাহাড়টা একশিলা,
শেয়াল-ডাকা রাত্রি আসে যেই আসি ওর কাছে,
বাদুড়গুলা ঝাপটা মারে কাক-ডুমুরের গাছে,
মাথার উপর ডাকল পেঁচা, চমকে উঠি-আরে !
আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে !