Showing posts with label আমার সমস্ত পরাজয়. Show all posts
Showing posts with label আমার সমস্ত পরাজয়. Show all posts

আমার সমস্ত পরাজয়

-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্

পৃথিবীর সমস্ত যুদ্ধে জয়ী অমিত সৈনিক
আমি শুধু ফুলের নিকটে এসে পরাজিত হই,
আমি শুধু নিসর্গের পদপ্রান্তে রাখি আমার প্রনাম
আমি সব অন্যায়ের বর্বর পাজরে
সজোরে ঘৃনার লাথি মেরে ছিড়েছি মুখোশ,
জাতির পতাকার মত উন্নত এই মাথা
কোনো হুমকি শাষন ত্রাস তারে নোয়াতে পারেনি-
শুধু এক কমল হৃদয়ের কাছে তার ঘটেছে পতন।
ধংশের নিকটে নয়
হত্যার নিকটে নয়
শাষকের নিকটে নয়
অমলিন প্রেমের পায়ে আমার উষ্ণ সমর্পিত প্রান,
শান্তি ও স্নেহের কাছে আমার চির ক্রীতদাস জীবন।
আর কোনো ভীতি নয়,আর কোনো অত্যাচার নয়
আমার সমস্ত পরাজয় শুধু তোমার নিকটে।