কালিদাস রায়
[“আহরণী” কাব্যগ্রন্থ থেকে]
ঘুড়ি ডেকে কয় “ওরে প্রজাপতি, যোজন খানেক তলে,
রোস্ তুই, তবু দেখি তোরে শুধু দিব্য দৃষ্টি-বলে।
আচ্ছা বলত,---গ্রহমণ্ডলে চলা-ফেরা দেখে মোর,
অবাক হ'য়ে কি রোসনাক চেয়ে হিংসা হয় না তোর?”
প্রজাপতি কয় “মর, কি বুদ্ধি, কাগুজে চিড়িয়া ঘুড়ি,
আমি কেন তোরে হিংসে করব ? মধু খেয়ে খেয়ে উড়ি।
তুইত বন্দী, করনা বড়াই যতই উপরে থেকে,
স্বাধীন কখনো হিংসে করে কি গোলামের তেজ দেখে?”
ঘুড়ি ডেকে কয় “ওরে প্রজাপতি, যোজন খানেক তলে,
রোস্ তুই, তবু দেখি তোরে শুধু দিব্য দৃষ্টি-বলে।
আচ্ছা বলত,---গ্রহমণ্ডলে চলা-ফেরা দেখে মোর,
অবাক হ'য়ে কি রোসনাক চেয়ে হিংসা হয় না তোর?”
প্রজাপতি কয় “মর, কি বুদ্ধি, কাগুজে চিড়িয়া ঘুড়ি,
আমি কেন তোরে হিংসে করব ? মধু খেয়ে খেয়ে উড়ি।
তুইত বন্দী, করনা বড়াই যতই উপরে থেকে,
স্বাধীন কখনো হিংসে করে কি গোলামের তেজ দেখে?”
No comments:
Post a Comment