আবুল হাসান
সব রৌদ্র ফিরে যায় না, লুকিয়ে থাকে
রাতের ফাঁকে যেমন তুমি।
কোথায় ছিলে ? কোন্ পাহাড় কোন্ পোস্টাফিসে
চিঠির মতো
ভোরের মতো কোন্ জানালায় তাকিয়ে ছিলে
চোখের ছায়ায় ?
সব রৌদ্র ফিরে যায় না লুকিয়ে থাকে
পথের পাশে
কাঁচের মতন গোল গেলাসে
জলের ছায়ায়
ফিরে আসে, যেমন তুমি ফিরে এলে।
রাতের ফাঁকে যেমন তুমি।
কোথায় ছিলে ? কোন্ পাহাড় কোন্ পোস্টাফিসে
চিঠির মতো
ভোরের মতো কোন্ জানালায় তাকিয়ে ছিলে
চোখের ছায়ায় ?
সব রৌদ্র ফিরে যায় না লুকিয়ে থাকে
পথের পাশে
কাঁচের মতন গোল গেলাসে
জলের ছায়ায়
ফিরে আসে, যেমন তুমি ফিরে এলে।
No comments:
Post a Comment