স্বাধীনতা-সঙ্গীত

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়


স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
                   কে বাঁচিতে চায়?
দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
                   কে পরিবে পায় |
কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে,
                   নরকের প্রায়!
দিনেকের স্বাধীনতা, স্বর্গসুখ-তায় হে,
                   স্বর্গসুখ তায়!
এ কথা যখন হয় মানসে উদয় হে,
                   মানসে উদয়!
পাঠানের দাস হবে ক্ষত্রিয়-তনয় হে,
                  ক্ষত্রিয়-তনয় ||
তখনি জ্বলিয়া উঠে হৃদয়-নিলয় হে,
                  হৃদয়- নিলয় |
নিবাইতে সে অনল বিলম্ব কি সয় হে,
                  বিলম্ব কি সয়?
অই শুন! অই শুন! ভেরীর আওয়াজ হে,
                  ভেরীর আওয়াজ |
সাজ সাজ সাজ বলে, সাজ সাজ সাজ হে,
                   সাজ সাজ সাজ ||
চল চল চল সবে, সমর-সমাজে হে,
                   সমর-সমাজ |
রাখহ পৈতৃক ধর্ম, ক্ষত্রিয়ের কাজ হে,
                   ক্ষত্রিয়ের কাজ ||
আমাদের মাতৃভূমি রাজপুতানার হে,
                   রাজপুতানার |
সকল শরীর ছুটে রুধিরের ধার হে,
                   রুধিরের ধার ||
সার্থক জীবন আর বাহুবল তার হে,
                   বাহুবল তার |
আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে,
                   দেশের উদ্ধার ||
কৃতান্ত-কোমল কোলে আমাদ্র স্থান হে,
                   আমাদের স্থান |
এসো তার মুখে সবে হইব শয়ান হে,
                   হইব শয়ান ||
কে বলে শমন-সভা ভয়ের বিধান হে,
                   ভয়ের বিধান?
ক্ষত্রিয়ের জ্ঞাতি যম বেদের নিধান হে,
                   বেদের নিধান ||
স্মরহ ইক্ষ্বাকু-বংশে কত বীরগণ হে,
                   কত বীরগণ |
পরহিতে দেশ-হিতে ত্যাজিল জীবন হে,
                   ত্যাজিল জীবন ||
স্মরহ তাঁদের সব কীর্তি-বিবরণ হে,
                   কীর্তি বিবরণ!
বীরত্ব-বিমুখ কোন ক্ষত্রিয়-নন্দন হে?
                   ক্ষত্রিয়-নন্দন ||
অতএব রণভূমে চল ত্বরা যাই হে,
                    চল ত্বরা যাই |
দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে,
                    তুল্য তার নাই ||
যদিও যবনে মারি চিতোর না পাই হে,
                    চিতোর না পাই |
স্বর্গসুখে সুখী হব, এস সব ভাই হে,
                    এসো সব ভাই ||

No comments:

Post a Comment