কালিদাস রায়
ছুটির খবর এসেছে আজ নীল আকাশের পথে !
ও ভাই ছুটী - ছুটী - ছুটী,
আয়না - চোখে দেখনা - ওকে অরুণ আলোর রথে
সোনা - ছড়ায় মুঠি - মুঠি !
তরু লতায়, পাখীর নীড়ে, হর্ষে জড়াজড়ি
সারং - বাজছে বনে বনে,
নূতন নূতন পোষাক পরে' মেঘ আকাশের পরী
কেমন - সাজছে খনে খনে |
খবর আসার আগেই এল গুপ্ত সুড়ং ধরি'
ছুটী - আজ যে মনে মনে,
কে জানালো ফুলকলিদের, ফুট্ ল কানন ভরি'
যারা-করত ফুটি-ফুটি--
ও ভাই - ছুটী - ছুটী - ছুটী |
কোণা হতে আয় বেরিয়ে সোনা কুড়াই ভাই,
আয় - গায়ে মাঠে মাঠে,
বাতাবি-বন মাতাবি-কে ? শিউলি বোঁটা চাই ?
আয়-বনের বাটে বাটে |
ঢেউয়ের তালে দুবল আজি, কলার ভেলা বাই,
আয় - নদীর ঘাটে ঘাটে,
কাশের বনে হাঁসেন সনে কণ্ঠ ছেড়ে গাই,
আয় - করব লুটোপুটি
ও ভাই - ছুটী - ছুটী - ছুটী |
চাইনা মোরা পায়ে জুতো - চাইনা মাথায় ছাতা,
বনে - ঘুরবো ছায়ে ছায়ে,
সাঁতার কেটে দীঘির জলে মুছব না আজ মাথা,
রোদে - শুকাক্ বায়ে বায়ে |
ফেলবো ছুঁড়ে আজকে শেলেট অঙ্ক কষার খাতা
তারা - লুটুক পায়ে পায়ে,
সরল-ভূগোল, নীতিকুসুম, ধারাপাতের পাতা
ছিঁড়ে - করব কুটি কুটি
ও ভাই - ছুটী - ছুটী - ছুটী |
আয়না সবাই দেখনা ও ভাই কে ওই অরুণ রথে
সোনা - ছড়ায় মুঠি - মুঠি |
ছুটির খবর পেয়েছি আজ নীল আকাশের পথে
ও ভাই - করব ছুটোছুটি -- |
ও ভাই ছুটী - ছুটী - ছুটী,
আয়না - চোখে দেখনা - ওকে অরুণ আলোর রথে
সোনা - ছড়ায় মুঠি - মুঠি !
তরু লতায়, পাখীর নীড়ে, হর্ষে জড়াজড়ি
সারং - বাজছে বনে বনে,
নূতন নূতন পোষাক পরে' মেঘ আকাশের পরী
কেমন - সাজছে খনে খনে |
খবর আসার আগেই এল গুপ্ত সুড়ং ধরি'
ছুটী - আজ যে মনে মনে,
কে জানালো ফুলকলিদের, ফুট্ ল কানন ভরি'
যারা-করত ফুটি-ফুটি--
ও ভাই - ছুটী - ছুটী - ছুটী |
কোণা হতে আয় বেরিয়ে সোনা কুড়াই ভাই,
আয় - গায়ে মাঠে মাঠে,
বাতাবি-বন মাতাবি-কে ? শিউলি বোঁটা চাই ?
আয়-বনের বাটে বাটে |
ঢেউয়ের তালে দুবল আজি, কলার ভেলা বাই,
আয় - নদীর ঘাটে ঘাটে,
কাশের বনে হাঁসেন সনে কণ্ঠ ছেড়ে গাই,
আয় - করব লুটোপুটি
ও ভাই - ছুটী - ছুটী - ছুটী |
চাইনা মোরা পায়ে জুতো - চাইনা মাথায় ছাতা,
বনে - ঘুরবো ছায়ে ছায়ে,
সাঁতার কেটে দীঘির জলে মুছব না আজ মাথা,
রোদে - শুকাক্ বায়ে বায়ে |
ফেলবো ছুঁড়ে আজকে শেলেট অঙ্ক কষার খাতা
তারা - লুটুক পায়ে পায়ে,
সরল-ভূগোল, নীতিকুসুম, ধারাপাতের পাতা
ছিঁড়ে - করব কুটি কুটি
ও ভাই - ছুটী - ছুটী - ছুটী |
আয়না সবাই দেখনা ও ভাই কে ওই অরুণ রথে
সোনা - ছড়ায় মুঠি - মুঠি |
ছুটির খবর পেয়েছি আজ নীল আকাশের পথে
ও ভাই - করব ছুটোছুটি -- |
No comments:
Post a Comment