শাহাদাৎ হোসেন
দিনের আলোক রেখা মিলিয়েছে দূরে
নেমে আসে সন্ধ্যা ধীরে ধরণীর পুরে।
তিমির ফেলেছে ছায়া,
ঘিরে আসে কালো মায়া,
প্রান্তর-কানন-গিরি পল্লী বাট মাঠ
একাকার হয়ে আসে আকাশ বিরাট।
থেমে আসে রাখালের বেণুর রাগিণী
বিহঙ্গের কুহু-কেকা, মানস-হারিণী।
কোলাহল কলরব
নীরব হয়েছে সব,
আঁধার নদীর শুধু মৃদু কলগান,
জাগে শুধু সুদূরের স্বপন সমান।
শান্তির পরশ লাগি নত হও মন
পরিপুর্ণ শুচিতায় আকাশ ভুবন।
এই শুচি শান্তি মাঝে
আজি এ নীরব সাঁঝে
তাঁহারি উদ্দেশে মোরা নত করি শির
দয়ার পয়োধি যিনি স্রষ্টা ধরণীর।
No comments:
Post a Comment