রবীন্দ্রনাথ ঠাকুর
আয়না দেখেই চমকে বলে,
"মুখ যে দেখি ফ্যাকাশে,
বেশিদিন আর বাঁচব না তো--'
ভাবছে বসে একা সে।
ডাক্তারেরা লুটল কড়ি,
খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি,
অবশেষে বাঁচল না সেই
বয়স যখন একাশি।
[খাপছাড়া]
"মুখ যে দেখি ফ্যাকাশে,
বেশিদিন আর বাঁচব না তো--'
ভাবছে বসে একা সে।
ডাক্তারেরা লুটল কড়ি,
খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি,
অবশেষে বাঁচল না সেই
বয়স যখন একাশি।
[খাপছাড়া]
No comments:
Post a Comment