অক্ষয় কুমার বড়াল
দুঃখী বলে, 'বিধি নাই, নাইকো বিধাতা ;
চক্রসম অন্ধ ধরা চলে ।'
সুখী বলে, 'কোথা দুঃখ, অদৃষ্ট কোথায় ।
ধরণী নরের পদতলে ।'
জ্ঞানী বলে, 'কার্য আছে , কারণ দুর্জ্ঞেয়;
এ জীবন প্রতীক্ষা-কাতর ।'
ভক্ত বলে, 'ধরণীর মহারাসে সদা
ক্রীড়ামত্ত রসিক-শেখর ।'
ঋষি বলে 'ধ্রুব তুমি, বরেন্য ভূমায় ।'
কবি বলে 'তুমি শোভাময় ।'
গৃহি আমি, জীব যুদ্ধে ডাকি হে কাতরে,
'দয়াময়, হও হে সদয় ।'
দুঃখী বলে, 'বিধি নাই, নাইকো বিধাতা ;
চক্রসম অন্ধ ধরা চলে ।'
সুখী বলে, 'কোথা দুঃখ, অদৃষ্ট কোথায় ।
ধরণী নরের পদতলে ।'
জ্ঞানী বলে, 'কার্য আছে , কারণ দুর্জ্ঞেয়;
এ জীবন প্রতীক্ষা-কাতর ।'
ভক্ত বলে, 'ধরণীর মহারাসে সদা
ক্রীড়ামত্ত রসিক-শেখর ।'
ঋষি বলে 'ধ্রুব তুমি, বরেন্য ভূমায় ।'
কবি বলে 'তুমি শোভাময় ।'
গৃহি আমি, জীব যুদ্ধে ডাকি হে কাতরে,
'দয়াময়, হও হে সদয় ।'
No comments:
Post a Comment