কালিদাস রায়
প্রাণ দিল যারা সাধিতে দেশের কাজ,
শায়িত তাহারা রয়েছে ধূলির মাঝে,
নাহি হেথা কোন' স্তম্ভ মীনার তাজ,
তাহা হতে উঁচু গৌরব-চূড়া রাজে।
মধুমাস তারে সাজায় কুসুম-হারে,
এত মনোরম স্বপ্নও নাহি পারে।
হুরীপরীগণ ফুল-চন্দন-দানে
আত্মাগুলিরে লয়েছে ত্রিদিবে বরি,
বন্দিছে কল-জয়মঙ্গল গানে
মহিমা, হেথায় তীর্থ-যাত্রা করি
স্বাধীনতা হেথা তপোরতা, ব্রত পালে,
আশ্রম রচি অশ্রু-শিশির ঢালে।
No comments:
Post a Comment