কাজী নজরুল ইসলাম

কবি-পরিচিতি: বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । পিতামহ কাজী আমিনউল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয়া পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয় ।
নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে ভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।
১৯২২ সালে তার বিখ্যাত কবিতা-সংকলন অগ্নিবীণাপ্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: "প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত-ইল্‌-আরব, বিদ্রোহী, কামাল পাশা" ইত্যাদি। গান, কবিতা গদ্য রচনা, গল্প ও উপন্যাস লেখার পাশাপাশি তিনি বহু ইসলামী গান ও রচনা করেন ।
১৯৪২ খ্রিস্টাব্দে তিনি এক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। তিনি ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট তারিখে মৃত্যুবরণ করেন।
নজরুল বৃত্তান্ত


সূচী:

১৪০০ সাল (নজরুল) অ-কেজোর গান
অ-নামিকা অবেলার ডাক
অভিযান অভিশাপ
আজ সৃষ্টি-সুখের উল্লাসে আপন-পিয়াসী
আমার কৈফিয়ৎ আমি যদি বাবা হতাম বাবা হত খোকা
আশা ঈশ্বর
ওদের জন্য মমতা কমল-কাঁটা
কুলি-মজুর কাণ্ডারী হুশিয়ার
কোথায় ছিলাম আমি কোরবানী
খুকি ও কাঠবেড়ালি খেয়া-পাড়ের তরণী
খোকার সাধ চল্ চল্ চল্
চৈতী হাওয়া ছাত্রদলের গান
জাগরণী দারিদ্র্য
ধূমকেতু নারী
প্রভাতী প্রলয়োল্লাস
পলাতকা পাপ
ব্যথা-নিশীথ বিদ্রোহী
বিদায়-বেলায় মুনাজাত
মা মানুষ
মোহররম রক্তাম্বর-ধারিণী
লিচু-চোর

No comments:

Post a Comment