কবি-পরিচিতি আবদুল মান্নান সৈয়দ বাংলাদেশের একজন অগ্রগণ্য আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। কবি ৩রা আগস্ট, ১৯৪৩ সালে অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিম বঙ্গে - ইছামতি নদী থেকে অনতিদূরে জালালপুর নামক গ্রামে জন্মগ্রহন করেন । তাঁর পিতার নাম সৈয়দ এ. এম. বদরুদ্দোজা এবং মাতার নাম কাজী আনোয়ারা মজিদ । মাতা-পিতা দু'জনই সাহিত্যের অনুরাগী। জন্মের পরপরই দুর্ভিক্ষ, জাতিগত দাঙ্গা, দেশ বিভক্তির ফলে ১৯৫০ সালে তাঁর পিতা মূল ভূখণ্ড চিরদিনের জন্য ছেড়ে সপরিবার পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চলে আসেন।
১৯৫৮ খৃস্টাব্দে ঢাকার নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। কলা বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন তিনি ঢাকা কলেজ থেকে ১৯৬০ খৃস্টাব্দে। অত:পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন এবং ১৯৬৩-তে স্নাতক সম্মান এবং ১৯৬৪-তে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
শিক্ষা-জীবন শেষে তিনি অধ্যাপনা ক'রে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ কাল অধ্যাপনা করার পর ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত মেয়াদের জন্য তিনি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালকের পদে অধিষ্ঠিত হন।
তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সমালোচক, সম্পাদক, চিত্রকর।
তাঁর রচনাবলীর মধ্যে -কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, আমার সনেট, ও সংবেদন ও জলতরঙ্গ, পরিপ্রেক্ষিতের দাস-দাসী, কালান্তরের যাত্রী উল্লেখযোগ্য ।
কবি ৫ সেপ্টেম্বর ২০১০ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন ।
সূচী: | |
আলোক সরকার আর.. একটি গ্রামের কথা কবিতা কোম্পানি.. গ্রিনরোড তেস্রা জুলাই | পাঁচটি উজ্জ্বল মাছ মালার স্মৃতি সৃষ্টিশীলতার প্রতি সেরগেই এসেনিন বলছে সোনালি আর ডালিয়া |
No comments:
Post a Comment