শৃঙ্খলমুক্ত

অক্ষয় কুমার বড়াল

আর কেন বাঁধি তারে   শিকল দিলাম খুলি' ;
কত বর্ষ অনভ্যাসে উড়িতে গিয়াছে ভুলি' |
ঝাপটি' পড়িল ভূমে, ভয়ে কাঁপে পাখা দুটি ;
পুত্র কন্যা দেয় তাড়া    করে ঘরে ছুটাছুটি |

ল'য়ে গেনু গৃহ-শিরে অতি সন্তর্পণে ধরি,'
সর্বাঙ্গে বুলানু কর কত-না আদর করি' ;
ক্রমে সুস্থ, তুলি' গ্রীবা চাহিল আকাশ-পানে   
মুখরিত উপবন কূজনে গুঞ্জনে গানে |

স্ফুরিল কাকলি মুখে, সহসা উড়িল টিয়া   
উড়িছে    হরিত্-পক্ষে স্বর্ণ-রৌদ্র আলোড়িয়া |
কি আলোক-পরিপূর্ণ ! কি বায়ু    পাগল-করা !
প্রকৃতি মায়ের মত হাস্যমুখী মনোহরা !

ধায় ছাড়ি' গ্রাম, নদী ; দূর মাঠে যায় দেখা,   
দিগন্তে অরণ্য-শীর্ষ   শ্যামল বঙ্কিম রেখা |
ল'য়ে শত শূণ্য নীড় ডাকে ধরা অবিরত   
নীল স্থির নভস্থলে ভাসে ক্ষুদ্র মরকত |

চকিতে সরিল মেঘ    কোথা কিছু নাহি আর!
চকিতে ভাতিল মেঘে অমরার সিংহদ্বার !
ঝটিতি মিশিল বায়ে মিলনের কলধ্বনি   
ত্রিদিব পেয়েছে ফিরে' যেন তার হারামণি !

এই মৃত্যু   এই মুক্তি ! হে দেব, হে বিশ্বস্বামী !
আমিও ত বদ্ধজীব, আমিও ত মুক্তিকামী !
আমিও কি ফেলি' দেহ   বিস্ময়ে আতঙ্ক-হীন   
অসীম সৌন্দর্যে তব হইব আনন্দে লীন ?

No comments:

Post a Comment