হৃদয়-শঙ্খ

অক্ষয় কুমার বড়াল

তুচ্ছ শঙ্খসম এ হৃদয়
পড়িয়া সংসার-তীরে একা   
প্রতি চক্রে আবর্তে রেখায়
কত জনমের স্মৃতি লেখা !
আসে যায়   কেহ নাহি চায়,
সবাই খুঁজিছে মুক্তামণি ;
কে শুনিবে হৃদয় আমার
ধ্বনিছে কি অন্তরের ধ্বনি !
হে রমনী, লও   তুলে লও,
তোমাদের মঙ্গল-উত্সবে   
একবার ওই গীতি-গানে
বেজে' উঠি সুমঙ্গল রবে !
হে রথী, হে মহারথী, লও,
একবার ফুত্কার' সরোষে   
বল-দৃপ্ত, পরস্ব-লোলুপ
মরে' যাক এ বজ্র-নির্ঘোষে !
হে যোগী, হে ঋষি, হে পূজক,
তোমরা ফুত্কার' একবার   
আহুতি -প্রণতি-স্তুতি আগে
বহে' আনি আশির্বাদ-ভার !

No comments:

Post a Comment