যেতে নাহি দিব । হায় , তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
ঊদয়ের পথে শুনি কার বাণী , ভয় নাই , ওরে ভয় নাই-
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ।
রবীন্দ্রনাথ ঠাকুর
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ।
রবীন্দ্রনাথ ঠাকুর
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ।
রবীন্দ্রনাথ ঠাকুর
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ।
রবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
হরিশচন্দ্র মিত্র
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
হরিশচন্দ্র মিত্র
আমাদের দেশে সেই ছেলে কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
কুসুমকুমারী দাশ
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
কুসুমকুমারী দাশ
এ জগতে , হায় , সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি —
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ।
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ।
রবীন্দ্রনাথ ঠাকুর
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
কামিনী রায়
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
কামিনী রায়
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তুলো মহাদেশ, সাগর অতল
গড়ে তুলো মহাদেশ, সাগর অতল
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি!
সুকান্ত ভট্টাচার্য
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি!
সুকান্ত ভট্টাচার্য
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে।
কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা।
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন্দ্রনাথ দত্ত
চিত্ত যেথা ভয়শূন্য , উচ্চ যেথা শির ,
জ্ঞান যেথা মুক্ত , যেথা গৃহের প্রাচীর
রবীন্দ্রনাথ ঠাকুর
জ্ঞান যেথা মুক্ত , যেথা গৃহের প্রাচীর
রবীন্দ্রনাথ ঠাকুর
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
রবীন্দ্রনাথ ঠাকুর
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
রবীন্দ্রনাথ ঠাকুর
ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে,
ধ্বনি কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর
ধ্বনি কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
রবীন্দ্রনাথ ঠাকুর
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
রবীন্দ্রনাথ ঠাকুর
নবীর শিক্ষা ক'রো না ভিক্ষা, মেহনত কর সবে।
শেখ হাবিবুর রহমান
শেখ হাবিবুর রহমান
নিউটন বোমা বোঝে,
মানুষ বোঝেনা?
হেলাল হাফিজ
মানুষ বোঝেনা?
হেলাল হাফিজ
পারিব না এ কথাটি বলিও না আর...
এক বারে না পারিলে দেখ শত বার।
কালী প্রসন্ন ঘোষ
এক বারে না পারিলে দেখ শত বার।
কালী প্রসন্ন ঘোষ
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
কাজী নজরুল ইসলাম
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
কাজী নজরুল ইসলাম
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।
সত্যেন্দ্রনাথ দত্ত
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।
সত্যেন্দ্রনাথ দত্ত
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।
রবীন্দ্রনাথ ঠাকুর
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।
রবীন্দ্রনাথ ঠাকুর
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন
যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দেখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি।
কৃষ্ণচন্দ্র মজুমদার
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দেখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি।
কৃষ্ণচন্দ্র মজুমদার
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।
রবীন্দ্রনাথ ঠাকুর
লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।
রবীন্দ্রনাথ ঠাকুর
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
মদনমোহন তর্কালঙ্কার
মদনমোহন তর্কালঙ্কার
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
রাজিয়া খাতুন চৌধুরাণী
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
রাজিয়া খাতুন চৌধুরাণী
স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়?
দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায় |
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
কে বাঁচিতে চায়?
দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায় |
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কাজী নজরুল ইসলাম
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কাজী নজরুল ইসলাম
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?
সত্যেন্দ্রনাথ দত্ত
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?
সত্যেন্দ্রনাথ দত্ত
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
কামিনী রায়
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
কামিনী রায়
মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভূবনে নাই।
কাজী কাদের নেওয়াজ
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভূবনে নাই।
কাজী কাদের নেওয়াজ
নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল ।
রজনীকান্ত সেন
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল ।
রজনীকান্ত সেন
যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান !
অন্নদাশঙ্কর রায়
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান !
অন্নদাশঙ্কর রায়
নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষা,
পুরে কি আশা?
রামনিধি গুপ্ত
বিনে স্বদেশীয় ভাষা,
পুরে কি আশা?
রামনিধি গুপ্ত
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে
লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার
স্বাধীনতা।
সুকান্ত ভট্টাচার্য
লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার
স্বাধীনতা।
সুকান্ত ভট্টাচার্য
সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
রবীন্দ্রনাথ ঠাকুর
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ॥
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ॥
রবীন্দ্রনাথ ঠাকুর
যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা
নির্মলেন্দু গুণ।
নির্মলেন্দু গুণ।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
জীবনানন্দ দাশ।
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
জীবনানন্দ দাশ।
জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
দাউদ হায়দার।
দাউদ হায়দার।
মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।
অতুল প্রসাদ সেন।
অতুল প্রসাদ সেন।
মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা
কাজী নজরুলর ইসলাম
কাজী নজরুলর ইসলাম
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।
শামসুর রাহমান।
শামসুর রাহমান।
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।'
শেখ ফজলল করিম।
শেখ ফজলল করিম।
মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়.
রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী
রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী
অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়
মুকুন্দরাম।
মুকুন্দরাম।
শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
চণ্ডিদাস
চণ্ডিদাস
নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা)
বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ?
রামনিধি গুপ্ত
বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ?
রামনিধি গুপ্ত
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
সুভাষ মুখোপাধ্যায়
আজ বসন্ত।
সুভাষ মুখোপাধ্যায়
আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
হরিশচন্দ্র মিত্র
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
হরিশচন্দ্র মিত্র
কবিতায় আর কি লিখব?
যখন বুকের রক্তে লিখেছি
একটি নাম
বাংলাদেশ।
মোহম্মদ মনিরুজ্জামান
যখন বুকের রক্তে লিখেছি
একটি নাম
বাংলাদেশ।
মোহম্মদ মনিরুজ্জামান
সাথে কোন কবিতা না কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তা দিলে ভাল হত।
ReplyDelete