কবি-পরিচিতি রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী - ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের জ্যেষ্ঠ কন্যা। তিনি শৈশব কাল থেকেই কবিতা লেখা শুরু করেন। পিতা বীরচন্দ্র মাণিক্যের উৎসাহদানেই তাঁর কবিতার বিকাশ ঘটে।তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “কণিকা” (১৮৯৯), “শোকগাথা” (১৯০৬), “প্রীতি” (১৯১০) প্রভৃতি।কবিতা গ্রন্থ "শোকগাথা" কবির স্বামীর প্রয়াণের পর লেখা। এই গ্রন্থের কবিতাগুলি, রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী, তাঁহার স্বর্গবাসী স্বামীর চরণে উৎসর্গ করিয়াছেন ; এবং তাঁহারই স্মৃতিতে গ্রন্থের সকলগুলি কবিতা রচিত।
তাঁর কবিতার ভাষারীতি ছিল অত্যন্ত সহজ, সরল এবং আন্তরিক।
সূচী: | |
পেয়েছি বিদায় | মরণ শোকগাথা কাব্যগ্রন্থ |
No comments:
Post a Comment