তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
রজনীর ওই কালো কোলে
ওই কালো মেঘ আসে ছেয়ে ।।
আদ্র বায়ু করি হাহাকার
বয়ে যায় কাঁপিয়ে কাঁপিয়ে ।।
আমার মন্দিরে আমি একা
চেয়ে কালো আকাশের পানে ।
নাহি জানি কি মধু-পরশ
পেতে চাই তাপ-তপ্ত প্রাণে ।।
ঝর ঝর জল এল ওই
আকাশ ধরার ব্যবধান ।
মিলাইয়া দিল পূর্ণ করি
ধরণীর পিয়াসী পরাণ ।।
হে অজ্ঞাত দরিত আমার
তুমি আমি দুজনা মাঝারে ।
এ অজ্ঞাত ব্যবধানে কি গো
দূরে দূরে রব চিরতরে ।।
অতৃপ্ত মিলন তৃষা মোর
মিটাইয়া দাও ওগো দাও ।
চলিতে শকতি নাহি মোর
তুলে নাও ওগো টেনে নাও ।।
এ তৃষা মিটাতে পার তুমি
তোমারেই মিটাতে তা হবে ।
আকাশ দিয়েছে বারিধারা
ধরণীর তৃষা তৃপ্ত হবে ।
No comments:
Post a Comment