অক্ষয় কুমার বড়াল
যে মন্দির পানে সতঃ মনে হয়
এ নহে মর্মর স্তূপ, শিল্পীর হৃদয় ;
সেই দেব গেহ |
যে মূর্তি হেরিয়া চিত্ত আনন্দে বিহ্বল,
নিকষে শিল্পীর প্রাণ করে ঢল্-ঢল ;
সেই দেব-দেহ |
যে গীতে ঝঙ্কারে সুরে গায়কের মন
কত না অব্যক্ত আশা, অস্ফুট ক্রন্দন ;
সেই দেব-গীতি |
যে কাব্য বিকাশে ছন্দে কবির অন্তর,
জীবন জাগিয়া ওঠে জন্ম-জন্মান্তর ;
সেই দেব-প্রীতি |
কাব্য নয়, চিত্ত নয় প্রতিমূর্তি নয়,
ধরণী চাহিছে শুধু, হৃদয় হৃদয় |
No comments:
Post a Comment