কেমন বড়াই

হাবীবুর রহমান

লোকটা শুধু করত বড়াই--
'দেখে নিতাম লাগলে লড়াই !'
উইঢিবিতে মারতো ঘুষি
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।
বাহু ঠুকে ফুলিয়ে ছাতি
বলত- 'আসুক বাঘ কি হাতি !
আমি কি আর কারেও ডরাই ?
ভাঙতে পারি লোহার কড়াই।'
শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।
এক দিন এক ভোরের বেলায়
বেবাক লোকের ঘুম ভেঙে যায়,
ঘর ছেড়ে সব বাইরে এসে
বাড়িয়ে গলা দেখল শেষে;
ঢিবির পাশে বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।

1 comment:

  1. কবিতাটা খুবই অর্থবহ। ছোট বেলা মজায় মজায় পড়তাম। কিন্তু এখন এর অর্থ বুঝে পড়তে ভাল লাগে।

    ReplyDelete