আয় আয় চাঁদ মামা

ছড়া

আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
ধান ভানলে কুঁড়ো দেব
মাছ কাটলে মুড়ো দেব
কাল গাইয়ের দুধ দেব
দুধ খাবার বাটি দেব
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।

4 comments:

  1. এই কবিতা কোন লেখক লিখেছেন?

    ReplyDelete
    Replies
    1. প্রশান্তির আবেশে ভরা এই ছড়াখানি শিশুকে ঘুম পাড়ানোর জন্যে সহায়ক ভুমিকা রাখে ।

      Delete
  2. মুহাম্মদ আনোয়ারুল হক খান |

    ReplyDelete
  3. এটা আমার প্রিয় কবিতা।

    ReplyDelete