ভালবাসা ক্রমসই নিন্মগামী হয়


আবিদ আনোয়ার

ভালবাসা ক্রমসই নিন্মগামী হয়-
একথা প্রথম শুনে সুসজ্জিত ঝোপের আড়ালে
তোমার আনত চোখে খেলেছিল চকিত বিস্ময়
বাড়তি কিছু অনাচারে রাঙামুখ হয়েছিল নীল;
মনে পড়ে বলেছিলে, ‘ছি ছি! তুমি এতটা অশ্লীল!’

কুমারী বুকের নিচে হয়তো কোন শান্ত জলাধার
ঢেউ হয়ে তুলেছিল রিরংসার প্রথম তোলপাড়;
ক্রমে ক্রমে বুঝে নিলে অশ্লীলতা বলে কিছু নেই-
পবিত্র ফুলের মতো উন্মোচিত হয়েছিলে প্রথম রাতেই।

যখন ফসল এল নিন্মাচারী আমাদের যৌথ চাষাবাদে
তুমি আমি সঞ্জীবিত পরিপূর্ণ জীবনের স্বাদে

সে ফসল নেই আজ-শূন্য ঘরদোর
কবেই ডাকাতি করে নিয়ে গেছে সময়ের চোর:
নিজেই জনক হয়ে যখন সে চুমু খায় আপন শিশুকে
ভাবেনা এ উঞ্চতায় সেও ছিল অন্য কারও বুকে।
কখনো বিস্ময়ে যদি বলে উঠি : এ আমার নিজের তনয়?
নিবিষ্ট গৃহিনী থেকে সহসাই দার্শনিক সেজে
ছুড়ে মারো বুমেরাং: ভালবাসা ক্রমশই নিন্মগামী হয়।

No comments:

Post a Comment